আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সুপারস্টার লিওনেল মেসি ভারত সফরের দ্বিতীয় দিনের মুম্বাই পর্ব শুরু করেছেন কড়া নিরাপত্তার মধ্যে। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ অংশ হিসেবে রোববার দুপুরে মুম্বাই পৌঁছানোর পর দিনভর তার আনুষ্ঠানিক কার্যক্রমে উপস্থিতির কথা ছিল, তবে আগের দিনের কলকাতা সফরে ঘটে যাওয়া বিশৃঙ্খলার কারণে এবার আরও কঠোর ব্যবস্থাই নেওয়া হয়েছে।
মেসি মুম্বাইতে প্রথমেই গিয়েছেন তাজ কোলাবা এর কাছে, এরপর তার সূচি ছিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া-তে একটি অনুষ্ঠান ও সেলিব্রিটি ফুটবল ম্যাচে অংশ নেওয়া। দিনের শেষভাগে বিকেল পাঁচটার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফ্যানদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান করার কথা ছিল তার।
মেসির সঙ্গে তার ইন্টার মিয়ামি ক্লাবের দুই সতীর্থ লুইস সুয়ারেস ও রদ্রিগো ডি পলও রয়েছেন। মুম্বাইয়ের দুটি স্টেডিয়াম এলাকায় দুই হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন রাখা হয়েছে। এছাড়া ওয়াচটাওয়ার, ব্যারিকেড ও পাবলিক ঘোষণা ব্যবস্থা স্থাপন করা হয়েছে, আর ভেন্যুতে ধাতব বস্তু, পানির বোতল ও কয়েনসহ কিছু জিনিস আনতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
এর আগে কলকাতার সল্ট লেকে টিকিট পান জনসাধারণের একাংশ মেসির দেখা না পেয়ে হতাশ হয়ে গ্যালারিতে পানির বোতল ও চেয়ারের মতো জিনিস ছুড়ে ফেলার ঘটনা ঘটেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ করেছিল। সেই অশান্তি বিবেচনায় এবার মুম্বাইতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

