পাউলো দিবালা আর্জেন্টিনার এক হতাশার নাম। দারুণ প্রতিভা নিয়ে পেশাদার ফুটবলে পা রেখে নিজের জাতও চেনান। তবে চোট আর ধারাবাহীকতার অভাবে কোথাও নিজের খুঁটি গাড়ার সুযোগই হয়ে উঠেনি তাঁর। আসন্ন বিশ্বকাপে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলে কী নিজের জায়গা নিশ্চিত করতে পারবেন আলবিসেলেস্তা তারকা?
ফুটবল মহাযজ্ঞের আগে দিবালা অবশ্য খুঁজছেন নতুন ঠিকানা। ইতালির ক্লাব এ এস রোমার হয়ে খেলা এই ফরোয়ার্ড চলতি মৌসুম শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন।
ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা ডেলো স্পোর্ট’ জানিয়েছে, ২০২৬ সালের জুনে দিবালার রোমা ছাড়ার সম্ভাবনা খুব বেশি। কারণ ক্লাব তার চুক্তি নবায়নের বিষয়ে ভাবছে না। গুঞ্জন আছে রোমা ছেড়ে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিতে পারেন পাউলো দিবালা।
চলতি মৌসুমে রোমার হয়ে লিগে ১০টি ম্যাচ খেলেছেন দিবালা। প্রায়ই চোটের সঙ্গে লড়াই করা আর্জেন্টিনার এই তারকা ফুটবলার মাঝে দারুণ ছন্দেও ছিলেন। গত অক্টোবরে টানা তিন ম্যাচে তিনটি গোলে অবদান রেখেছিলেন। এরপর আবারও বেরসিক চোট এসে হানা দেয়।
২২ দিন পর আবার মাঠে ফিরলেও আর গোল অ্যাসিস্ট পাননি দিবালা। সবশেষ ম্যাচ ছিলেন বেঞ্চে। তাতে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জন আরো জোরালো হয়।
২০২২ সালের জুলাইয়ে রোমাতে নাম লেখানো দিবালা ইতালির ক্লাবটিতে মোট ১২৬ ম্যাচ খেলে ৪৪ গোল করেছন। এর আগে সাত বছর ছিলেন জুভেন্টাসে।
