
ভারত সফরে এসে চরম বায়ুদূষণের মুখে পড়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।
বিশেষ করে দিল্লিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক দিনের দূষিত বাতাসে শ্বাস নেওয়া প্রায় ‘২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর’ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই পরিস্থিতিতে মেসির স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সোমবার (১৫ ডিসেম্বর) আজকালসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘন কুয়াশা ও দূষণের কারণে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে দিল্লিতে পৌঁছান মেসি।
শীতের প্রকোপে রাজধানী জুড়ে দৃশ্যমানতা নেমে এসেছে ভয়াবহ পর্যায়ে। সকালের দিকে কয়েক মিটার দূরের কিছুই দেখা যাচ্ছিল না, ব্যাহত হয়েছে যান চলাচলও। এমন পরিস্থিতিতে দিল্লিজুড়ে ভারতের আবহাওয়া দপ্তর জারি করেছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে।
বায়ুদূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা ও শ্বাসকষ্টের সমস্যা। কুয়াশায় ঢাকা রাস্তা, মাস্ক পরা মানুষ আর ধোঁয়ায় আচ্ছন্ন আকাশের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেই সঙ্গে শুরু হয়েছে মিমের বন্যা। এরই মধ্যে একটি ভাইরাল মিমে লেখা হয়, “মেসি, দিল্লিতে স্বাগতম। শুনেছি তোমার বাঁ পা ৯০০ মিলিয়ন ডলারে বিমা করা, কিন্তু ফুসফুসের কী হবে?”
দুপুরে দিল্লিতে পৌঁছে অরুণ জেটলি স্টেডিয়ামে যান মেসি। সেখানে চলছিল সেলিব্রিটি মেসি অল স্টারস ও মিনার্ভা মেসি অল স্টারসের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ। ম্যাচে মিনার্ভা মেসি অল স্টারস দলটি ৬-০ ব্যবধানে জয় পায়।
মেসির দিল্লি সফর উপলক্ষে স্টেডিয়ামে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে মেসি ও তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
তবে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের মাঝেও দিল্লির ভয়াবহ দূষণ মেসির মতো তারকার স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
