
ভারতের আতিথেয়তায় মুগ্ধ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দিল্লিতে আয়োজক ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আবারও ভারত আসার প্রতিশ্রুতি দিলেন এলএমটেন।
এর আগে, অরুণ জেটলি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের সঙ্গে খেলেন বিশেষ প্রদর্শনী ম্যাচ। এসময় মেসিকে উপহার দেয়া হয় ভারতের জার্সি ও আসন্ন টি-২০ বিশ্বকাপের ম্যাচ টিকিট।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘ভারতে আমার স্বল্প সময়ের ট্যুরে যে ভালোবাসা পেয়েছি, সে জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের জন্য এটি সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিলো। আমরা এই ভালোবাসা হৃদয়ে ধারণ করবো এবং অবশ্যই ফিরে আসব। হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো আয়োজনে। তবে অবশ্যই ভারতে আবার আসবো।’
দিল্লি পর্ব শেষে মেসির ফেরার কথা থাকলেও সেই সূচীতে এসেছে পরিবর্তন। ভারতীয় গণমাধ্যমের দাবি, আম্বানি গ্রুপের আমন্ত্রণে সফরের সময় বাড়িয়েছেন এলএমটেন। মঙ্গলবার যাবেন গুজরাটের জামনগরের বনতারায়।
